Home Teachers Society

Home Teachers Society
Banner

কেন ৯৯% লোক টিউশন মিডিয়াকে বিশ্বাস করে না?

Fake Tuition Media


মিডিয়া মানেই ভূয়া, আর টিউশন মিডিয়া হলে তো কোন কথাই নেই, এটি ১০০% ভূয়া একটি প্রতিষ্ঠান-এরকম ধারণাই পোষণ করেন অধিকাংশ মানুষ এবং এর যথেষ্ট    কারনও আছে।     

অধিকাংশ মিডিয়াই শিক্ষকদের যোগ্যতা যাচাই বাছাই না করেই গৃহ শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে থাকে, ফলে শিক্ষকদের মান খুবই নিম্ন মানের থাকে।

সবচেয়ে ভয়ানক যে ঘটনা ঘটে তা হলো, যে কোন ছাত্রকেই মাত্র ২০ টাকার বিনিময়ে নিলক্ষেত থেকে আইডি কার্ড তৈরি করে ঢাবি, বুয়েট কিংবা মেডিকেলের ছাত্র বানিয়ে অভিবাবকদের নিকট পাঠানো হয়।

এমনকি বুয়েট, মেডিকেল কিংবা ঢাবির কোন হলের বিশেষ কোন রুমও নির্ধারিত থাকে, যাতে করে কোন সচেতন অভিবাবক খুঁজ নিলে ধরতে না পারে।

এভাবেই প্রতারণা করা হয়ে থাকে অভিবাবকদের সাথে। 

এতে করে টিউশন মিডিয়া গুলোর উপর যেমন অভিবাবকদের কোন আস্হা থাকে না, তেমনি ছাত্র-ছাত্রীরাও ভাল টিউটর হতে বঞ্চিত হয়।

আবার ভাল টিচিং না দেওয়ার কারনে বুয়েট, মেডিকেল কিংবা ঢাবির বদনাম হয়।

অভিবাবকরা মনে করেন, বুয়েট, মেডিকেল কিংবা ঢাবির ছাত্র ছাত্রীরা ভাল পড়াতে পারে না।


অন্যদিকে টিউটরদের অভিজ্ঞতা আরও ভয়াবহ।

অধিকাংশ মিডিয়াই টিউশনী দিতে পারুক আর না পারুক, একটি নির্দিষ্ট পরিমান টাকা প্রিমিয়াম ফি হিসে্বে জমা নেন।আবার টিউশনী দেওয়ার পূর্বেই অগ্রীম হিসেবে অনেকেই ৫০% কিংবা ৬০% কখনও ক্ষেত্র বিশেষে ৭০% টাকা জমা নেন।

বলা থাকে যে টিউশনী নিশ্চিত না হলে অর্থ ফেরত দিবে কিন্তু অর্থ ফেরত দেওয়ার সময় নানান ধরনের গড়িমসি করে অর্থ আর ফেরত দেয় না।

এক সময় সেই শিক্ষকও বিরক্ত হয়ে যায় সেখানে যেতে যেতে। 

পরে টাকা পাও্য়ার আশা ছেড়ে দেয় এবং এভাবেই বেশির ভাগ টিউশন মিডিয়া গুলো প্রতারণা করে আসছে।

এমনও শোনা গেছে কিছু মিডিয়ার ব্যাপারে যে, উনারা একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে গ্রাম থেকে এক শিশুকে ছাত্র সাজিয়ে টিউটরের নিকট হতে অগ্রীম টাকা নিয়ে সেখানে শিক্ষক হিসেবে পাঠানো হয়।

সেই পাতানো ছাত্র পূর্ব পরিকল্পনা অনুযায়ী শিক্ষককে উল্টা পাল্টা বিরক্তিকর প্রশ্ন করে। 

ফলে টিউটর বাধ্য হয়ে তার টিউশনীটি বাতিল করেন এবং যখন তার অগ্রীম প্রদত্ত অর্থ ফেরত নিতে যান তখনেই ঘটে ঝামেলাটা।

সেই মিডিয়া কোন ভাবেই তার অগ্রীম প্রদত্ত অর্থ আর ফেরত দেননা এই যুক্তি দেখিয়ে যে, টিউশনী বাতিল হয়েছে তার ব্যর্থতার কারনে।

অতএব তার টাকা ফেরত পাওয়ার কোন কারন নেই।

এভাবেই অধিকাংশ টিউশন মিডিয়া ছাত্র-ছাত্রী, অভিভাবক ও টিউটরদের সাথে প্রতারনা করে আসছে।

তবে সকল মিডিয়ার ক্ষেত্রে ঢালাওভাবে এ অভিযোগ সত্যি নয়।

কিছু নতুন টি‍উশন মিডিয়া সৃ্ষ্টি হয়েছে, যাদের লক্ষ্য হচ্ছে সমাজে প্রচলিত মিডিয়া সম্পর্কিত ধারণাকে পাল্টে দেও্য়া।

আর তাই তারা কোন রকম প্রতারণার আশ্রয় না নিয়ে সম্পূর্ণ সততার সাথে ১০০% সঠিক ও যথার্থ তথ্যের ভিত্তিতে অভিভাবকদের প্রকৃত গৃহ শিক্ষক দেওয়ার চেষ্টা করে যাচ্ছে।

HomeTeachersSociety তাদের অন্যতম।এছাড়া টিউশন ডেলিভার ডট কম নামে আর একটি মিডিয়া আছে। 

এরাও আমার জানা মতে কোন রকম প্রতারণার আশ্রয় না নিয়ে সততার ভিত্তিতে শিক্ষকও টিউশনী প্রদান করে থাকে।

No comments

Theme images by mariusFM77. Powered by Blogger.