Home Teachers Society

Home Teachers Society
Banner

Terms & Condition


শিক্ষক সমাজে আপনাকে স্বাগতম।যেহেতু এটি একটি Best Tuition Media in Bangladesh, সুতরাং এটি  সামাজিক দায়বদ্ধতা এবং নৈতিকতার উপর ভিত্তি করে গড়ে উঠা।অভিবাকদের চিন্তা দূর করে সঠিক এবং যোগ্য গৃহ শিক্ষক প্রদান ও শিক্ষকদের (বিশেষ করে অধ্যয়নরত শিক্ষার্থীদের)টিউশনি প্রদানের মাধ্যমে সাময়িক সাহায্যের লক্ষ্যে এটি প্রতিষ্টিত।আমাদের এই প্রতিষ্টানের একজন সক্রিয় ও দায়িত্বশীল সদস্য হতে হলে আপনাকে নিন্মোক্ত শর্ত সমূহ মেনে চলতে হবে।

আমাদের বৈশিষ্ট্যসমূহ:
১)আমরা সর্বদা আমাদের শিক্ষকের মর্যাদা রক্ষার চেষ্টা করি।
২)শিক্ষকের সম্মানকে আমরা সবোর্চ্চ অগ্রাধিকার দেই। এজন্য আমরা আমাদের শিক্ষকর প্রাইবেসি রক্ষা করি।
৩)আমরা ১০০% সততার ভিত্তিতে আমরা আমাদের কাজ পরিচালনা করি।
৪)শিক্ষত জাতি গঠনের সহায়তা করার লক্ষে সর্বদা সঠিক শিক্ষককে সঠিক জায়গায় সেট করি, যাতে কোন অবস্হাতেই অভিবাকের উদ্বেগের কারন না হয়।
৫)আমরা নিয়মিত ছাত্র-ছাত্রীর ফলাফল তদারকি করি এবং একটি নির্দিষ্ট সময় অন্তর শিক্ষকের TCR নেই।

শর্ত সমূহ:

১)আপনাকে সর্বদা শিক্ষক সূলভ ব্যবহার করতে হবে।
২)নৈতিকতার মাপকাঠিতে আপনাকে সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি হতে।
৩)মার্জিত পোশাক পরিধান করে টিউশনিতে যেতে হবে।
৪)আপনার চুলের কাটিং শিক্ষক সূলভ হতে হবে।দাড়ি গোঁফ রাখলে মার্জিত রাখতে হবে, অন্যথায় ক্লিন সেভ করতে হবে।
৫)এমন কোন আচরণ করা যাবে না যা আমাদের শিক্ষক সমাজের সুনাম ক্ষুন্ন করে।
৬)আপনার কখার সাথে কাজের মিল থাকতে হবে।
৭)আপনার চারিত্রিক সদন প্রদান করতে হবে।
৮)নাগকিত্ব প্রমাণের জন্য স্হানীয় চেয়ারম্যানের প্রদানকৃত নাগরিকত্ব সনদ লাগবে।
৯)আপনার পিতা কিংবা অভিবাকের সম্মতি লাগবে।
১০)আপনার TCR সর্বদা ***** (5 star) রাখার চেষ্টা করতে হবে।তবে কোন অবস্হাতেই আপনার TCR *** (3 star)  এর কম হলে পরবর্তীতে আপনাকে আর নতুন কোন টিউশনিতে নিয়োগ দ্ওেয়া হবে না।

প্রয়োজনীয কাগজপত্র:
১)সদ্য তোলা ২ কপি পাসর্পোট সাইজের ছবি।
২)নাগরিকত্ব সনদের অনুলিপি।
৩)শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় পত্রের অথবা পে-ইন স্লিপ এর ফটোকপি।
৪)জাতীয় পরিচয় পত্রের ফটোকপি/জন্ম নিবন্ধন অনুলিপি।
৫)সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের সনদের অনুলিপি।
        
ভেরিফিকেশন:
আপনার প্রদত্ত তথ্যসমূহ নিশ্চিত হওয়ার জন্য আমাদের টিম আপনার দেওয়া রেফারেন্স নম্বরে ফোন করে আপনার প্রদত্ত তথ্যসমূহ নিশ্চিত হ্ওয়ার পর আপনাকে টিউশনী প্রদান করা হবে।

আইনগত ব্যবস্হা:
আপনার প্রদত্ত তথ্যসমূহ যদি ভূয়া কিংবা অসত্য হয় অথবা আপনি যদি আমাদের দেওয়া প্রতিশ্রুতির বরখেলাপ করেন, তাহলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা নেওয়া হবে।

আমাদের চার্জসমূহ:
প্যাকেজ-১:
আপনার সম্মানির প্রথম মাসের ৭৫% আপনাকে খরচ হিসেবে বহন করতে হবে।এর পর আপনি যতদিন পড়াবেন, আপনাকে আর কোন খরচ বহন করতে হবে না।তবে এই পেমেন্ট আপনার সম্মানি পা্ওয়ার পর ২ দিনের মধ্যে তা পরিশোধ করতে হবে।
প্যাকেজ-২:
আপনার সম্মানির প্রথম মাসের ৫০% এবং দ্বিতীয় মাস থেকে প্রতি মাসে ৫% হারে আপনাকে সার্ভিস চার্জ হিসেবে প্রদান করতে হবে এবং যতদিন পড়াবেন, ততদিন এই খরচ বহন করতে ।তবে এই পেমেন্ট আপনার সম্মানি পা্ওয়ার পর ২ দিনের মধ্যে তা পরিশোধ করতে হবে।সার্ভিস চার্জ ২ কিংবা ৩ মাস অন্তর অন্তর এক সাথে প্রদান করা যাবে।
প্রসেসিং ও গ্যারাণ্টর ফি:
যাবতয়ী ডকুমেন্টেশন সম্পন্ন, সংরক্ষণ ও নিবন্ধন খরচ বাবদ ৫০/= টাকা (অফেরত যোগ্য) প্রদান করতে হবে।এছাড়া টিউশনীতে যোগদানের সময় আপনি যে এই টিউশনী করাবেন তার গ্যারাণ্টি বাবদ ২০০=/ টাকা জমা রাখতে হবে(ফেরত যোগ্য)।যদি টিউশনী বাতিল হয়, তাহলে আপনাকে এই টাকা ফেরত প্রদান করা হবে।
                                       

                                       জীবন বৃত্তান্ত    

১) নাম:………………………………………………………………………….………………………………………
২) শিক্ষা প্রতিষ্ঠানের নাম:……………………………………………………………………………………………
৩) আইডি নং:………………….… ৪) জাতীয় পরিচয় পত্র নং:………………………………………………….
৫) পঠিত বিষয়ের নাম:……………………………………………......……………………………………………
৬) যে শ্রেণী বা যে বিষয়সমুহ পড়াতে চান:…………………………………………………………….…………
৭) যে এলাকায় পড়াতে চান:…………………………………………………………………………...…………..
৮) সম্মানির পরিসর:……………….…………….………… ৯) নির্বাচিত প্যাকেজ: ……………….……….
১০) পিতার নাম:………………………………....................................................................
১১) মাতার নাম:……………………………………………………………………………….………..……………
১২) অভিভাবকের নাম:………………………………………………………….......……………..…………….
১৩) অভিভাবকের মোবাইল:……………………………………………………………………………….…….
১৪) বতর্মান ঠিকানা:…………………………………………………………………………….………………….

১৫) স্হায়ী ঠিকানা:…………………………………………………………...……………………………..………

১৬) এসএসসিতে প্রাপ্ত জিপিএ:………………….... ১৭) এইচএসসিতে প্রাপ্ত জিপিএ:….……………………
১৮) মোবাইল নম্বর:…………………………………… ১৯) বিকল্প মোবাইল নম্বর:…………………….…..
২০) রেফারেন্স নেম:…………………………………………………………………………………………………..
২১) রেফারেন্সের মোবাইল নম্বর:……………………………………………………………………………….…
২২) মাসিক সম্মানী:……………………………………..২৩) ফি বাবদ খরচ:………………………………….

উপরোক্ত তথ্য সমূহ সঠিক এবং আমি সুস্হ মস্তিস্কে যাবতীয় শর্তের সাথে একমত পোষণ করে স্ব-ইচ্ছায় স্বাক্ষর করলাম।


তারিখ:……………………………………………           স্বাক্ষর:…………………………………………..



                    অঙ্গীকার নামা:

আমি, নাম:………………………………………………………………………………………,
পিতা:………………………………………………………………………………………………,
মাতা:………………………………………………………………………………………………,
অভিবাবক:……………………………………………………………………….………………,
বর্তমান ঠিকানা:…………………………………………………………………………………,
স্হায়ী ঠিকানা:……………………………………………………………………………………
এই মর্মে অঙ্গীকার করছি যে, আমি অত্র প্রতিষ্ঠানের যাবতীয় শর্ত মেনে চলবো এবং অত্র প্রতিষ্ঠানের সুনাম যাতে কোন অবস্হাতেই ক্ষুণ্ন না হয় সে ব্যাপারে সদা সচেষ্ট থাকব।শিক্ষা একটি পবিত্র পেশা এবং এ পেশার যাতে কোন রকম বদনাম না হয় এ ব্যাপারে আমি শত ভাগ নিশ্চয়তা দিচ্ছি। আমার দ্বারা নির্বাচিত প্যাকেজ-…. এর নির্ধারিত অর্থ ও অন্যান্য চার্জ সমূহ যথা সময়ে প্রদান করবো।আমি আরও অঙ্গীকার করছি যে, যদি আমার প্রদত্ত ফি এবং অন্যান্য চার্জ সমূহ প্রদানের ক্ষেত্রে কোন ব্যতয় ঘটে, তাহলে অত্র প্রতিষ্ঠান আমার বিরুদ্ধে যে ধরনের শাস্তিমূলক ব্যবস্হা গ্রহণ করুন না কেন তা আমি মানতে বাধ্য থাকিব।

আমি সম্পূর্ণ সুস্হ মস্তিস্কে যাবতীয় শর্তের সাথে একমত পোষণ করে স্ব-ইচ্ছায় স্বাক্ষর করলাম।


          স্বাক্ষর:

নাম:………………………………………………………

তাং………………………………..

No comments

Theme images by mariusFM77. Powered by Blogger.